গত বছরের স্বাধীনতা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল বানান ব্যবহার করে সমালোচনার শিকার হয়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। তিনি লিখেছিলেন, "স্বাধীনতা দিবেস একটি প্রার্থণা," যা দেখে অনেকেই তার ভুল বানান নিয়ে মন্তব্য করেছিলেন, এবং ঋদ্ধি সেন এই নিয়ে একটি পোস্টও করেছিলেন। যদিও সেই পোস্ট পরে ফেসবুক থেকে মুছে ফেলেন ঋদ্ধি, তবুও স্ক্রিনশটগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মধুমিতা ফের শুভেচ্ছা জানাতে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি বলেন, "বাংলা ভাষা, আমার ভাষা। সবচেয়ে মিষ্টি ভাষা। সবাইকে ভাষা দিবসের অনেক শুভেচ্ছা। আজ বাংলাতেই হোক কথা, বাংলাতেই হোক গান। বাংলাতেই হোক প্রেম।"
এবার মধুমিতার এই বার্তাকে তার অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।